সোহেল রানা, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
জাতীয় মৎস্য সপ্তাহের সাত দিনের কর্মসূচি একদিনেই শেষ করার অভিযোগে কুড়িগ্রামের উলিপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তারকে শোকজ নোটিশ দিয়েছে জেলা মৎস্য কর্মকর্তা।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মুক্তাদির খান বলেন, “সাত দিনের প্রোগ্রাম কখনোই একদিনে শেষ করা যাবে না। বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে উলিপুরের উপজেলা মৎস্য কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।”
এর আগে গত ১৮ আগস্ট উলিপুরে একদিনেই র্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণসহ সব কার্যক্রম সম্পন্ন করে সপ্তাহের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন তিনি। সরকারি নির্দেশনা উপেক্ষা করে এভাবে সাত দিনের কর্মসূচি একদিনে শেষ করায় স্থানীয় মৎস্যচাষি ও জেলেদের মধ্যে হতাশা দেখা দেয়।
পরে এ ঘটনা নিয়ে দৈনিক গণতদন্ত সহ একাধিক জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার জানান, তিনি শোকজ নোটিশের জবাব ইতোমধ্যেই প্রদান করেছেন।