মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে দু'টি মেয়ে শিশুকে যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ২ অক্টোবর রবিবার ভোর আনুমানিক ৬.৩০ টায় উপজেলার মহাকাল এলাকার ভাঙ্গাগেট বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
হয়রানির শিকার শিশুদের পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভাঙ্গাগেট বাজার জামে মসজিদে নূরানী আরবি শিক্ষা কার্যক্রমে প্রতিদিন বেশ কিছু শিক্ষার্থী ফজর নামাজ শেষে পড়তে আসে। ঘটনার দিন ভোরে কলোনি এলাকার ৮ ও ৯ বছরের দুইটি শিশু আরবি শিখতে আসে। শুধুমাত্র মসজিদের বারান্দায় বসে থাকা মশরহাটি গ্রামের মৃত ইয়াকুব আলী শেখের পুত্র হাবিবুর রহমান (৬২) শিশু দুইটিকে অর্থের লোভ দেখিয়ে যৌন কাজের আহ্বান করলে তারা ভয় পেয়ে বাড়িতে গিয়ে অভিভাবকদের জানালে তারাসহ এলাকাবাসী এসে অভিযুক্তকে নিয়ে একটি খুঁটিতে বেধে রাখে। ১নং ওয়ার্ড কাউন্সিলর এলাকাবাসী ও হয়রানির শিকার অভিভাবকদের ঐ দিন এশাবাদ বিচারের আশ্বাস দিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যায়।
মহাকাল এলাকার কওসার বলেন, অভিযুক্ত হাবিবুর ইতিপূর্বে একই ঘটনা ঘটালেও হয়রানির শিকার পরিবারগুলি ভয়ে থানায় অভিযোগ না করায় পার পেয়ে যাচ্ছে। এলাকার কাউন্সিলর ঘটনার সত্যতা শিকার করলেও এখন ম্যানেজ হয়ে গেছেন।
শিশু দুইটির অভিভাবক বলেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর ২ অক্টোবর রাতে এশাবাদ বসাবসির কথা থাকলেও আমাদের কেউ কখন কোথায় বসাবসি হবে জানায়নি, শেষ পযর্ন্ত কি হয়েছে তাও জানিনা।
অভিযুক্ত হাবিবুর সাংবাদিকদের বলেন, আমি এবিষয়ে আমি কিছুই জানিনা। আমার নামে মিথ্যাচার করা হচ্ছে।
মশরহাটি এলাকার জুয়েল বলেন, ঘটনাটি ধামাচাপা দিতে ভাঙ্গাগেট এলাকার একজন মাদক শেঠ মোটা অংকের অর্থের বিনিময়ে প্যাকেজ নিয়ে ১নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন তানুকে দিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে নেয়।
নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন তানু বলেন, বিষয়টি তেমন কিছু না, মাফ চাওয়ার মাধ্যমে সমস্যাটির সমাধান করা হয়েছে।
অভয়নগর থানার ডিউটি অফিসার এসআই শহীদুল ইসলাম বলেন, দুইটি কন্যা শিশু যৌন হয়রানি হয়েছে মর্মে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।