মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে প্রাইভেটের চাপায় সবজি বিক্রেতা সন্যাশী কুমার(৫৬) নামক এক ব্যক্তির মূত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলা প্রেমবাগ এলাকায়। জানাগেছে, যশোরগামী প্রাইভেট কারটি বসুন্দিয়া থেকে ভ্যান যোগে সবজি বিক্রেতা উপজেলার প্রেমবাগ নিটল টাটার কাছে পৌছালে তাকে চাপা দেয়। এতে সে মারাক্তক আহত হন। পরে স্থানীরা উদ্ধার করে সবজি বিক্রেতা সন্যাশী কুমারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। সবজি বিক্রেতা সন্যাশী কুমার অভয়নগর উপজেলা রাজাপুর গ্রামের নলীনের ছেলে। তার মৃত্যু কালে স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। প্রত্যাক্ষদর্শিরা জানান, যশোরগামী প্রাইভেট কারটি বসুন্দিয়া থেকে ভ্যান যোগে সবজি বিক্রেতা উপজেলার প্রেমবাগ নিটল টাটার কাছে পৌছালে তাকে চাপা দেয় । বিকট শব্দ শুনে আমরা ঘটনা স্থলে ছুটে আসি এবং নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে, পুলিশ এসে প্রাইভেটকারটি আটক করেন। এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, আমরা দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে থাকা দূর্ঘটনা কবলিত প্রাইভেটটি উদ্ধার করে আনা হয়েছে।