ঢাকা, ১৭ মে ২০২৫:
সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকভাবে অশ্লীল, বিভ্রান্তিকর ও নৈতিকতাবিরোধী কনটেন্ট প্রকাশের অভিযোগে আলোচিত টিকটকার জুটি লায়লা আখতার ফারহাদ ও আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও সমাজ সচেতন তরুণ মোনায়েম হোসাইন মুন্না, যিনি ‘এম এইচ মুন্না’ নামে পরিচিত।
শনিবার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুর রাজ্জাক শাহ রাজ এর মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়। এতে অভিযুক্তদের বিরুদ্ধে সাত কার্যদিবসের মধ্যে অশ্লীল ও অনৈতিক কনটেন্টগুলো সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে জনসমক্ষে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায়, জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে জানানো হয়।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, লায়লা ও মামুনের কনটেন্টে নিয়মিতভাবে বেডরুম ও ওয়াশরুমের মতো ব্যক্তিগত বিষয়, অশ্লীল ভাষা, গালিগালাজ এবং ‘ধর্ষণ মামলা’, ‘কাবিননামা’ ইত্যাদি বিষয়কে ঘিরে নাটকীয়তা উপস্থাপন করা হচ্ছে—যা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং তরুণদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে।
এ বিষয়ে এম এইচ মুন্না বলেন,
“আমি একজন সচেতন নাগরিক হিসেবে মনে করি, তারা যেভাবে নিজেরা ভাইরাল হওয়ার জন্য ব্যক্তিগত জীবনের নোংরা দিকগুলো প্রদর্শন করছেন, তা ভয়াবহ। এটি শুধু অনৈতিক নয়, সমাজের জন্য বিপজ্জনক। তরুণ প্রজন্ম বিভ্রান্ত হচ্ছে, বিকৃত চিন্তাধারায় আক্রান্ত হচ্ছে। তাই আমি বাধ্য হয়ে আইনগত পদক্ষেপ নিয়েছি।”
আইনজীবী মো. আব্দুর রাজ্জাক শাহ রাজ বলেন,
“এই ধরনের কনটেন্ট কেবল সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নয়, বরং এটি সমাজে বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এম এইচ মুন্নার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সময়োপযোগী।”
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাণের নৈতিক সীমারেখা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এম এইচ মুন্নার এই সাহসী পদক্ষেপ সেই আলোচনাকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছেন সচেতন মহল।