মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনচার্জ মোল্লা মো. খালিদ হোসেন।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে সম্প্রদায়ভিত্তিক পুলিশিং, অপরাধ দমন, মাদক নির্মূল এবং সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার ঘোষণা দিয়েছি। এলাকাবাসীর উদ্দেশে দেওয়া তার বিবৃতি ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
ওসি খালিদ হোসেন বলেন, পূবাইল থানাকে নিরাপদ আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা তার প্রধান লক্ষ্য। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি জানান, চুরি, ছিনতাই, ডাকাতি, জমি দখল, নারীর প্রতি সহিংসতা ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি চলছে। পুলিশের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, অপরাধী যেই হোক, ছাড় নয়। এলাকার শান্তি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূল অভিযানে কোনো ধরনের ছাড় না দেওয়ার ঘোষণাও দেন তিনি।
এছাড়া, স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর দ্রুত সমাধানে কাজ করছে পুলিশ। এলাকার প্রবীণ ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে প্রতিনিয়ত সভা করছে থানা প্রশাসন। বিশেষ করে গৃহকর্মী নির্যাতন, পারিবারিক বিরোধ, কিশোর অপরাধ এবং মহিলাদের নিরাপত্তা—এসব বিষয়ে সচেতনতা বাড়াতে আলাদা টিম কাজ করছে।
ওসি খালিদ হোসেন এলাকাবাসীকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সন্দেহজনক যেকোনো ঘটনা বা ব্যক্তি সম্পর্কে আমাকে সরাসরি জানাবেন। পুলিশ আপনাদের পাশে আছে এবং থাকবে।
এলাকাবাসীর আস্থা অর্জন করে পূবাইলকে একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত শান্তিপূর্ণ বসবাসযোগ্য এলাকায় রূপান্তরের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ওসি মোল্লা মো. খালিদ হোসেন।