শাহারুখ আহমেদঃ
বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে হরতাল বিরোধী মিছিল করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমের আয়োজনে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ কায়সার হাসনাতের নেতৃত্বে আজ রোববার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় মেঘনা টোলপ্লাজার সামনে এই মিছিল হয়।
এ সময় আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুম সাংবাদিকদের বলেন, কাঁচপুর থেকে শুরু করে মোগরাপাড়া চৌরাস্তায় মেঘনা টোল প্লাজা পর্যন্ত পাহারা দিবো। সোনারগাঁয়ে বিএনপি জামায়াতের কোন প্রকার সন্ত্রাসী, নৈরাজ্য ও বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। আজকের এই হরতাল সম্পূর্ণ রুপে ব্যর্থ হয়েছে। জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে। আগামীতে রাষ্ট্রের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল জামান, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা আঃ লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ্ মোঃ সোহাগ রনি প্রমুখ।