সিনিয়র স্টাফ রিপোর্টার।
আজ ১১ই ডিসেম্বর আশুগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মিত্রবাহিনী পাকহানাদার বাহিনীকে পরাজিত করে আশুগঞ্জকে মুক্ত করেন। ১৯৭১সালের এই দিনে তৎকালীন লে: র্কনেল কে এম সফিউল্লাহ, লে: মো: হেলাল মুর্শেদ খান, মেজর আইন উদ্দিন ও মেজর নাসির ও অন্যান্য বীরসেনানিরা, বীর জনতা ও মিত্রবাহিনীরা সুসংঘটিত হয়ে ১১ই ডিসেম্বর এই দিনে আশুগঞ্জকে মুক্ত করেন পাকহানাদার বাহিনীর কাছ থেকে। এই যুদ্ধে শহীদ হন সুবেদার মেজর সিরাজুল ইসলাম, ল্যান্স নায়েক আব্দুল হাই,সিপাহী কপিল উদ্দিন ও মুক্তিযোদ্ধা আবু তাহেরসহ অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ এলাকার মুক্তকরে ৮ই ডিসেম্বর আশুগঞ্জের তালশহর দিয়ে মুক্তি বাহিনী আশুগঞ্জ এ প্রবেশ করেন। তিন দিন ধরে সোহাগপুর গ্রামে মিত্রবাহিনি ও পাকহানাদার বাহিনীর তুমুল যুদ্ধে অর্ধশত পাক যোদ্ধা নিহত হন। ১০ ডিসেম্বর বিকেল থেকেই পাকবাহিনী নদীর পশ্চিম পাশে ভৈরবে পালাতে থাকে। পালিয়ে যাবার সময় তাদের নিরাপত্তার জন্য মেঘনা নদীর উপর নির্মিত রেলসেতু ডিনামাইড দিয়ে উড়িয়ে দিলে সেতুর দুটি স্পেন নদীতে পরে যায়। ১১ই ডিসেম্বর ১৯৭১ সালে আশুগঞ্জ সম্পূর্ণ মুক্ত হয়। এরপর থেকেই প্রতি বছর ১১ই ডিসেম্বর আশুগঞ্জ মুক্ত দিবস র্যালি ও আলোচনার মাধ্যমে পালিত হয়।