ভারত থেকে মনোয়ার ইমামঃ ভারত সরকারের কৃষি বিরোধী বিলের বিরোধিতা ও পশ্চিম বাংলার সরকারের অপদার্থের প্রতিবাদে বেলা,2,টায় পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস নেতা ও ভারতের লোকসভা র বিরোধী দলের নেতা অধীর চৌধুরীর নেতৃত্বে কলকাতায় রাজভবন যাত্রার ডাক দিয়েছে। সেই উপলক্ষে হাজার হাজার মানুষ নিয়ে কলকাতার মাওলালীর বিধান ভবন থেকে মিছিল বের করে সোজা ধর্মতলায় রাজভবন উদ্দেশ্য রওনা দিয়েছে,এই মিছিল শেষ হবে বিকাল চারটায়।এই মিছিল পা মেলাতে কলকাতার রাজপথে নেমে এসেছে হাজার হাজার ভারত এর জাতীয় কংগ্রেস নেতা ও কর্মীরা। সঙ্গে কৃষক ও ক্ষেতমজুর।এই মিছিল এর নেতৃত্বে দিচ্ছেন ভারতের লোকসভার বিরোধী দলের নেতা অধীর চৌধুরীর। এবং পশ্চিম বাংলার বিধানসভা র মুখ্যসচেতক কংগ্রেসের শ্রী মনোজ চক্রবর্তী এবং পশ্চিম বাংলার বিধানসভা র বিরোধী দলের নেতা জনাব আদ্বুল মান্নান ও কংগ্রেসের উপদলের নেতা নেপাল মাহাতো। এবং প্রবীণ কংগ্রেসের নেতা ও সংসদ শ্রী প্রদীপ ভট্টাচার্য ও সূদূর শিলিগুড়ি র বিধায়ক শ্রী শন্কর মালাকার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা ও বিধায়ক জনাব মিল্টন রসিদ সাহেব এবং পশ্চিম বাংলার কৃষক ও ক্ষেতমজুর কংগ্রেস নেতা শ্রী তপন দাস সহ একাধিক নেতা নেত্রী।এই মহা মিছিল বের হওয়ার ফলে কলকাতা র রাস্তায় ব্যাপকভাবে যানযট সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও যানবাহন এর ফলে দীর্ঘক্ষণ গাড়ি ও ঘোড়া দাঁড়িয়ে পড়েছে। তবে শান্তিপূর্ণ ভাবে এই মিছিল রওনা দিয়েছে রাজভবন এর উদ্দেশ্য। সেখানে গিয়ে পশ্চিম বাংলার রাজ্যপাল জগদীশ ধনকড় এর কাছে কৃষক শ্রমিক বিরোধী বিল প্রত্যাহার দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। সেই সঙ্গে পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা অবনতির ও দুর্নীতি বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আর একটি স্বারক লিপি প্রদান করা হবে বলে জানিয়েছেন।। ভারত এর কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।