মোঃ আনিসুর রহমান শেলী :
টাঙ্গাইলের কালিহাতীতে দুর্গাপুর ইউনিয়ন বিএনপির বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকালে পটল উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে, আব্দুল লতিফ মেম্বারের সভাপতিত্বে বর্ধিত সভা করা হয়।
এসময় বিএনপির ঢাকা বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো বলেন, আমরা এসেছি স্বৈরশাসকের বিরুদ্ধে সংগঠন করার জন্য, আপনারা কেউ হতাশ হবেন না, আপনাদের বিজয় সুনিশ্চিত।
তিনি আরো বলেন, আপনারা স্বৈরশাসকের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করেছিলেন, সেই সংগ্রামে আপনারা আমাকে সাথি হিসেবে রেখেছিলেন। আমি আপনাদের একজন, বাইরের কিছু না, আপনারা ছাড়া আমার অস্তিত্ব নাই, আপনারাই আমার অস্তিত্ব। কালিহাতীর মানুষ আমাকে যে ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন এই ঋণ আমি কীভাবে শোধ করবো জানি না। আগামী নির্বাচনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব আমরা ধানের শীষকে বিজয়ী করবো ইনশাল্লাহ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল কাদের মাস্টার, উপজেলা যুবদল দলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, দর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম বিদ্যুৎ , দশকিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক আকন্দ সহ প্রমুখ।