1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

আমতলীতে আগামীকাল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনঃনির্বাচন আওয়ামী লীগ ও ইসলামী শাসনতন্ত্রের হাড্ডাহাড্ডি লড়াই

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৪২০ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি মৃধা বেলাল।

 

 

আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনঃনির্বাচন আগামীকাল (বৃহস্পতিবার)।নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন অফিস ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ইভিএম-এ ভোট গ্রহনের সকল উপকরণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে পৌছে দেওয়া হয়েছে। উপজেলায় ৬১টি কেন্দ্রের ৫৪৯টি বুথের মাধ্যমে ১ লক্ষ ৭১ হাজার ৮৬ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করেবেন।

সুষ্ঠুভাবে ভোট গ্রহনের জন্য ৬১জন প্রিজাইর্ডিং, ৫৪৯জন সহকারী প্রিজাইডিং ও ১ হাজার ৯৮ জন পুলিং অফিসার নিযুক্ত করা হয়েছে।

আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও প্রচার প্রচারনায় আওয়ামীলীগ প্রার্থী এমএ কাদের মিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি ওমর ফারুক জেহাদী। অপর স্বতন্ত্র প্রার্থী মোঃ জিল্লুর রহমান রুবেল মোক্তারের নেই কোন প্রচার-প্রচারনা। এদিকে আওয়ামীলীগ আভ্যান্তরীন কোন্দলের কারনে নেতাকর্মীরা বিছিন্নভাবে প্রচার-প্রচারনা চালাচ্ছেন। তাদের এমন কর্মকান্ডে সাধারণ ভোটাররা দ্বিধাদ্বন্ধে রয়েছে। এ সুযোগটা লুফে নিতে মরিয়া হয়ে কাজ করছেন দুর্বল দলের প্রার্থী মুফকি ওমর ফারুক জেহাদী।

সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানাগেছে, এ নির্বাচন হবে দুর্বল দলের প্রার্থীর সাথে সবল দলের প্রার্থীর লড়াই। আওয়ামীলীগ দুর্গখ্যাত আমতলী উপজেলায় এই প্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী এতো তুমুল লড়াইয়ের সাহস পাচ্ছে। এ রহস্য নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে রয়েছে নানা কৌতুহল।

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি ওমর ফারুক জেহাদী বলেন, আওয়ামীলীগ নেতাকর্মীরা আমার কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে আমি বিজয়ী হবো।

আওয়ামীলীগ প্রার্থী এ্যাডভোকেট এমএ কাদের মিয়া বলেন, আওয়ামীলীগ দুর্গ আমতলীতে নৌকার বিজয় নিশ্চিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলমত নির্বিশেষে সবাই নৌকায় ভোট দিবে আশাবাদী।

উল্লেখ্য ২০১৯ সালের ৩১ মার্চ উপজেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ঋণ খেলাপির তথ্য গোপন করার অভিযোগে উচ্চ আদালত ফোরকানকে বরখাস্ত করে ওই পদ শূন্য ঘোষনা করেন।

আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানির্ং কর্মকর্তা মোঃ সেলিম রেজা বলেন, ইভিএম-এ ভোট গ্রহনের জন্য সকল ধরনের প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম সকল ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহবান জানিয়ে বলেন, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনে প্রশাসন বদ্ধ পরিকর। কোন অবস্থাতেই নির্বাচনী পরিবেশ বিঘিœত হয় তা মেনে নেয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট