দেবিদ্বার প্রতিনিধি:
সমাজসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে আমেরিকা প্রবাসী সোহেল আহমেদ দেবিদ্বারের ফয়জানে বারীয়া মাদরাসাতুল মদিনা (দাওয়া-ই-ইসলামী) মাদরাসায় দুটি আধুনিক পানির ফিল্টার উপহার দিয়েছেন।
সম্প্রতি ফিল্টারগুলো মাদরাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। শতাধিক ছাত্রছাত্রী প্রতিদিন পড়াশোনার পাশাপাশি বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা অনুভব করলেও এতদিন তা সহজলভ্য ছিল না। বিশুদ্ধ পানির অভাব পূরণে এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য আশীর্বাদস্বরূপ হয়ে উঠেছে। একই সঙ্গে এটি সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাঁর ও তাঁর পরিবারের জন্য দোয়া করেছেন—আল্লাহ যেন এ সাদাকাহে জারিয়াকে কবুল করেন এবং দুনিয়া-আখিরাতে উত্তম প্রতিদান দান করেন।
উল্লেখ্য, সোহেল আহমেদ রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাথে সম্পৃক্ত। তিনি দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেবিদ্বার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।