.
স্টাফ রিপোর্টার :
দীর্ঘ ৮ বছর পর জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক গৃহীত আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার মাধ্যমে আয়কর আইনজীবী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন দুর্গাপুর গ্রামের কৃতি সন্তান নির্মল ইন্দু সরকার ।
এ পরীক্ষায় মনোনীত হওয়ার মাধ্যমে এখন থেকে তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্ট, কর আপীল ট্রাইবুনাল এবং যেকোনো কর আদালতে করদাতার পক্ষে বা সরকারের পক্ষে মামলার শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন।
বিস্তারিত বিবরণে জানা যায় ২০১৭ সালের পর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার সার্কুলার হয়। মোট ২৮ হাজার আবেদনকারীর মধ্য থেকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে ১৩,৪২১ জন উত্তীর্ণ হয়। এর মধ্য থেকে ১২৬৯০ জন ভাইভা পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে আয়কর আইনজীবী হিসেবে মনোনীত হয়।
এ বিষয়ে জানতে চাইলে নির্মল ইন্দু সরকার বলেন আয়কর আইনজীবী হিসেবে আজকে চূড়ান্তভাবে মনোনীত হলাম। সরকারের রাজস্ব আদায়, করদাতার করপ্রদানের ক্ষেত্রে সহযোগিতা এবং অন্যান্য কাজে জনগণকে সেবা দিতে পারব। আমার দ্বারা রাষ্ট্র উপকৃত হবে এ বিশ্বাস নিয়ে আয়কর আইনজীবী হিসেবে সততার সাথে দেশের জন্য কাজ করব।