
মোঃ আনিসুর রহমান শেলী :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ কাম মাল্টিপারপাস হল রুমে আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয় ও করিমুননেছা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
শিক্ষা–বিষয়ক আলোচনায় অংশ নিয়ে আবদুল লতিফ সিদ্দিকী শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক- শিক্ষার্থী–অভিভাবক সম্পর্ক জোরদার, সুশিক্ষা বিস্তারে পরিবার ও প্রতিষ্ঠানের যৌথ দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
শেষে শিক্ষার্থীদের মানসিক উন্নয়ন, শৃঙ্খলা ও অধ্যয়নে উৎসাহিত করতে বেশ কিছু দিকনির্দেশনাও দেওয়া হয়।