বিশেষ প্রতিনিধিঃ
বান্দরবান আলীকদমে পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ও অসহায় দুস্থদের মাঝে পার্বত্য মন্ত্রী মহোদয়ের ত্রান সামগ্রী বিতরণ এবং কোটি টাকার উন্নয়ন মূলক প্রকল্পের উদ্ভোদন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়।
আজ (৩০শে আগষ্ট ২০২৩ইং) বুধবার সকালে আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া বাজার এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে রেপার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সম্প্রসারণ (৪০লক্ষ টাকা) এবং পাট্টাখাইয়া কৃষক সমবায় সমিতির আরসিসি সেচ ড্রেন (১কোটি ১২লক্ষ টাকা)। আলীকদমে পাহড়ী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়য়ে মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরীন আরসিসি রাস্তা (৩০লক্ষ টাকা)। আলীকদম খুইল্যা মিয়া পাড়ার অসমাপ্ত আরসিসি রাস্তার (২০লক্ষ টাকা) উদ্বোধন। চৈক্ষ্যং ইউনিয়নের বায়তুল মাওয়া জামে মসজিদের দ্বিতীয় তলা ভবনে অসমাপ্ত কাজ সমাপ্তি (৩৬লক্ষ টাকা)
সদ্য সমাপ্ত বন্যায় উপজেলার ক্ষতিগ্রস্ত ৪৫টি পরিবার মাঝে ৮৫ বান ঢেউটিন ও ২লক্ষ ২৫টাকা অনুদান প্রদান করেন মাননীয় মন্ত্রী।
এসময় মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৩কোটি ৪১লক্ষ টাকায় রেপারপাড়া বাজারে চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট দ্বিতীয় তলা গ্রামীণ বাজার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
সমাপ্ত এবং নতুন কাজের উদ্বোধনকালে পার্বত্য মন্ত্রী বলেন, উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগের সাথে থাকুন। আওয়ামীলীগ দেশ ও জনগনের তরে নিবেদিত প্রাণ।