বিশেষ প্রতিনিধিঃ
আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদে বন্যায় কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ১২ আগষ্ট ২০২৩ই শনিবার আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদে বন্যায় কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নাধীন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় পক্ষ ভয়াবহ বন্যায় কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় হতে (দশ) কেজি করে চাল, ১হাজার প্যাকেট দেওয়া হয় এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে তেল, চিনি, আলু, পেয়াজ, রশুন, ১২শত প্যাকেট এই খাদ্যশস্য বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মানুষের মাঝে বান্দরবান জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে বিতরণ অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা পরিষদের বাস্তবায়নাধীন আলীকদম উপজেলার বন্যা কবলিত প্রতিটি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন বান্দরবান জেলা পরিষদের সম্মানীত সদস্য ও আলীকদম উপজেলা আওয়ামীলীগের সিঃ সহ সভাপতি জনাব দুংড়ি মং মহাজন, আলীকদম উপজেলা প্রশাসনের সম্মানীত উপজেলা নির্বাহী অফিসার জনাব জাবের মোহাম্মদ সোয়াইব মহোদয়, বাংলাদেশ আওয়ামীলীগ আলীকদম উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব জামাল উদ্দিন (এমএ), সহ-সভাপতি বাবু সমর রঞ্জন বড়ুয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব কফিল উদ্দিন (বিএসসি), মহিলা ভাইস চেয়ারম্যান জনাব শিরিন আক্তার রোকসানা, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ কফিল উদ্দিন সহ উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব সৌব্রাত দাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ তানভীর হাসান সহ নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানীত সদস্য ও সদস্যাবৃন্দ।
এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সফল সভাপতি বাবু শুভ রঞ্জন বড়ুয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জমির উদ্দিন ও উপজেলা ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন রুবেলসহ আরো অনেক উপস্থিত ছিলেন।