বিশেষ প্রতিনিধিঃ
বান্দরবান সেনা রিজিয়ন কাপ প্রতিযোগিতা-২০২৫ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আলীকদম উপজেলা ফুটবল দলকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছে ১৬ ইস্ট বেংগল রেজিমেন্ট।
সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) আলীকদমে এই গৌরবময় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ ইস্ট বেংগল-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম, পিএসসি। এছাড়াও উপ-অধিনায়ক, উপজেলা নির্বাহী অফিসার, আলীকদম থানার অফিসার ইন-চার্জ, ইউপি চেয়ারম্যান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সেনা রিজিয়ন কাপ প্রতিযোগিতা-২০২৫ এর সার্বিক দায়িত্ব পালনসহ আলীকদম উপজেলা ফুটবল দলের প্রশিক্ষণ মাঠও এই রেজিমেন্ট প্রদান করেছিল।
সংবর্ধনা অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম বলেন, “এই বিজয় কেবল একটি ট্রফি নয়, এটি আমাদের আলীকদমের গর্ব, উপজেলার অহংকার এবং তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উৎস। প্রকৃত সাফল্য মানে কেবল জয় অর্জন নয়, বরং শৃঙ্খলা এবং একতার মান বজায় রাখা।”তিনি আরও বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সেনাবাহিনী জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। তিনি পাহাড়ি ও বাঙালি জনগণের প্রতি গুজব এড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর আস্থা ও বিশ্বাস রাখার আহ্বান জানান।
তিনি নিশ্চিত করেন, সাংস্কৃতিক, ক্রীড়া ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সঙ্গে সহযোগিতা বজায় রেখে সেনাবাহিনী পাহাড়ে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।
অধিনায়ক ১৬ ইস্ট বেংগল আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষার প্রতীক হয়ে উঠবে এবং পাহাড়ি ও বাঙালি জনগণের মাঝে বন্ধন আরও সুদৃঢ় হবে। সংবর্ধনার মধ্য দিয়ে আলীকদমের এই বিজয়ী দলের গৌরবকে বিশেষভাবে স্মরণ করা হয়।
জমির উদ্দিন
বিশেষ প্রতিনিধি
৩০/০৯/২০২৫ইং