1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

আশুগঞ্জ – সরাইল সহ ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে বিজয়ী হলেন যারা

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

সালমান রহমান,আশুগঞ্জ (ব্রাহ্মনবাড়িয়া)  সংবাদদাতাঃ এবারের দ্বাদশ জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ- সরাইলসহ ৬টি আসন থেকে মোট ৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।তন্মধ্য থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬টি আসনে মধ্যে আওয়ামী লীগ ৪টিতে ও স্বতন্ত্র প্রার্থী ২ টিতে বিজয় লাভ করেন।
(ব্রাহ্মণবাড়িয়া-১)নাসির নগর উপজেলাঃ
দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কলারছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি সৈয়দ একে একরামুজ্জামান সুখন।
তিনি এই আসন থেকে স্বতন্ত্র ও বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে একাধিকবার নির্বাচন করলেও দ্বাদশ সংসদ নির্বাচনেই বিজয় লাভ করেছেন। উক্ত আসনের প্রাপ্ত ফলাফলে ৭৯টি কেন্দ্রের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান সুখন পেয়েছেন ৮৯ হাজার ৪২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম পেয়েছেন ৪৬ হাজার ১৮৯ ভোট।
রোববার(৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাব   চলে। এই নির্বাচনে নাসিরনগরে ভোট পড়েছে ৫২ দশসিক ৯১ শতাংশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল হক ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এ আসনে ৭৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ভোটার ২ লক্ষ ৫২ হাজার ৫৪৭জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৩৩ হাজার ১‘শ ৯ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ১৯ হাজার ৪‘শ ৩৬ জন এবং তৃতীয় লিঙ্গ ২ জন।
(ব্রাহ্মণবাড়িয়া-২) আশুগঞ্জ – সরাইল উপজেলাঃ
ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ- সরাইল)আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সমর্থক স্বতন্ত্র প্রার্থী মো. মঈনউদ্দিন মঈন। তিনি কলার ছড়ি প্রতীকে ৮৪ হাজার ১৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম স্বতন্ত্র  প্রার্থী জিয়াউল হক মৃধা ঈগল প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ২৮১ ভোট। রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ ফলাফল ঘোষণা করেন।এর আগে সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। আসনটির ১১৮ ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে উল্রেখযোগ্য বিষয় হল,আওয়ামী লীগের সমর্থক স্বতন্ত্র  প্রার্থী মঈনুদ্দিন মঈন  ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও  সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা।
ব্রাহ্মনবাড়িয়া -৩ (বিজয়নগর-সদর) উপজেলাঃ
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা করা হয়।নৌকা প্রতীকে মোকতাদির চৌধুরী পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৭ ভোট।
আসনটিতে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ফিরুজুর রহমান। তিনি কাঁচি প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ০৩৭ ভোট। ৯৪ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মোকতাদির চৌধুরী। এর আগে সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।  ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোট ভোটার রয়েছে ছয় লাখ ২১ হাজার ৫৮৪ জন। এর মধ্যে সদর উপজেলায় চার লাখ ১৩ হাজার ৯৩২জন এবং বিজয়নগর উপজেলায় দুই লাখ ৭ হাজার ৬৫২ জন। উক্ত আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ভোটের দিন ভোট গ্রহণের আধা ঘন্টা আগে নির্বাচন বর্জন করেন।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) উপজেলাঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।এ নিয়ে উক্ত  আসনে হ্যাট্রিক জয় পেলেন মন্ত্রী আনিসুল হক।গত রোববার নির্বাচন কমিশন থেকে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।এতে দেখা গেছে, আসিনুল হক পেয়েছেন দুই লাখ ২০ হাজার ৬৬৭টি ভোট। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আনিসুল হক।দুই উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে গড় ভোট পড়েছে ৫৮ দশমিক ১৩ শতাংশ। দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনের মোট ভোটকেন্দ্র ১১৮টি। এর মধ্যে কসবা উপজেলায় ৭৪টি ও আখাউড়া উপজেলায় ৪৪টি কেন্দ্র।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) উপজেলাঃ
দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে জয়ী হয়ে পুনরায় জাতীয়  সংসদে যাচ্ছন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ফয়জুর রহমান বাদল।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ফয়জুর রহমান বাদল অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পেয়েছেন ১ লাখ ৬৫  হাজার ৬৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মোবারক হোসেন পেয়েছেন ৩ হাজার ৩৭৮ ভোট।
রোববার (৭ জানুয়ারি) ভোট গণনা শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৪০ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।নির্বাচনের দিন সকাল ৮টা থেকে ভোট গ্রহণ  শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এরপর ভোট গননা শুরু হয়।ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৩২ হাজার ৩০৭ জন। আসনটির ১৪৯ ভোট কেন্দ্রের ৯৭৭টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ফয়জুর রহমান বাদল ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এবার নির্বাচিত হওয়ার ফলে তিনি দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদে ফিরে যাচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) উপজেলাঃ
দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিক ফলাফলের হিসেব অনুযায়ী  আসনটিতে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন নৌকা প্রতিকের ক্যাপ্টেন অবঃ তাজুল ইসলাম।এ নিয়ে এ আসনে টানা পঞ্চমবারের মতো জয় লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ক্যাপ্টেন (অবঃ) তাজুল ইসলাম। তিনি ১ লাখ ৯৩ হাজার ৮৭০ ভোট

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট