ভ্রাম্যমাণ প্রতিনিধি
মো সুজন আহমেদ
আশুলিয়া থানার অধীনে চলমান মাদক বিরোধী অভিযানে গোপন সূত্রে ভিত্তিতে এসআই মাসুদ দেশীয় চোলায় মদ ও মদ তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে।
নাম রাসেল মন্ডল, পিতা সেলিম ড্রাইভার, সারিয়াকান্দি, বগুড়াবাসিন্দা।তার সহযোগিতা তার মা মোছা তাসলিমা খাতুন, ছোট রকি ভূঁইয়া ও আবির সরকার । তারা ভাদাইলে দীর্ঘদিন যাবৎ বসবাস করে থাকে।তারা কিশোর গ্যাংয়ের লিডার হিসেবে ভাদাইলে পরিচিত। লকো চক্ষুর আড়ালে মদ গাজা ইয়াবা ফেনসিডিল সহ দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে এবং মাদক সেবন করে থাকে। এলাকার তথ্য মতে রাসেল এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে আশুলিয়া থানায়। কিছুদিন আগে রাসেল মন্ডল ইয়াবা নিয়ে গ্রেপ্তার হয়েছিল।তারা চাঁদাবাজি ও অনৈতিক কাজকর্মের সাথে জড়িত আছে। মাদক সেবন করে মাতাল হয়ে উৎপাত করে এবং মানুষদের মারদোর করে,ধারালো অস্ত্র দেখিয়ে মানুষদের ভয় ভিত্তি দেখায়।রাসেল এর কারণে কিশোর গ্যাং ভাদাইলে সৃষ্টি হয়েছে।ভাদাইলবাসী এই কিশোর গ্যাং অত্যাচারে অতিষ্ঠ।ভাদাইল রুপায়ন মাঠের রাসেলের ধারা মাদকের রমরমা বাণিজ্য।
তবে অভিযান পরিচালনাকালে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের উপস্থিত টের পেয়ে ঘরবাড়ি থেকে পালিয়ে যায় কারবারিরা।