নাঈম গাজীপুর জেলা প্রতিনিধি।
গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে আগামী ২৬সেপ্টেম্বর ১নং ওয়ার্ড (গাজীপুর সদর উপজেলা, কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশন সহ শ্রীপুর উপজেলার গাজীপুর,মাওনা, রাজাবাড়ী, প্রহলাদপুর ইউনিয়ন এর টেবিল ঘড়ি প্রতিক নিয়ে মাঠে নেমেছেন, গাজীপুর জেলার রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সাবেক সফল চেয়ারম্যান ফারুক হোসেন এর সহধর্মিনী বিশিষ্ট সমাজ সেবিকা মাহমুদা ইয়াসমিন।
তিনি গাজীপুর জেলা শ্রীপুর থানার রাজাবাড়ী ইউনিয়ন এর পাবুরিয়াচালা গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, নিরাপদ পানি,গ্রামীণ অবকাঠামো সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন, তিনি নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখবেন বলে জানিয়েছেন। তারই লক্ষ্যে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনী ইশতেহার মেনে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
গত(২৬ সেপ্টেম্বর) গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টেবিলঘড়ি প্রতীক বরাদ্দ পাওয়ার পর মাঠে নেমেছেন মাহমুদমা ইয়াসমিন ও তার কর্মী-সমার্থকরা।
উল্লেখ্য, তার নির্বাচনী ইউনিয়ন সমূহ হলো- গাজীপুর সদর উপজেলা, কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশন সহ শ্রীপুর উপজেলার গাজীপুর, মাওনা, রাজাবাড়ী, প্রহলাদপুর ইউনিয়ন।