মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এ্যাডঃ মহসীন বলেছেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ঘরে ঘরে গিয়ে নারী- পুরুষ সকলকে আলতাফ হোসেন চৌধুরী’ সালাম জানিয়ে ভোট চাইবেন। আলতফ হোসেন চৌধুরী একজন জাতীয় নেতা, তার সুনাম আছে- দেশবিদেশে। তিনি এমপি হলে, মন্ত্রীও হবেন এবং এলাকার উন্নয়ন হবে এবং মানুষের কল্যান হবে। তিনি বলেন আলতাফ হোসেন চৌধুরী নির্বাচিত হলে এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজ থাকবেনা। মানুষ নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে।
তিনি রোববার বিকেলে পটুয়াখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের মারিয়ম নেছা একাডেমীতে পৌর সুশিল সমাজের ব্যানারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাস্ট্র মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে এ কথা বলেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য মা- বোনদেরসহ সকল শ্রেনী পেশার সাধারনের প্রতি আহবান জানান।
মহিলা দলের কর্মী মোসাঃ আতিকা ইসলাম ডলি এর সভাপতিত্বে ও বিএনপি নেতা গোলাম মাওলা মিঠুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা দুলাল মাদবর,
শ্রমিক দলের সহ-সভাপতি কাসেম আকন, জেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রহমান খন্দকার, সাবেক কাউন্সিলর আব্দুল লতিফ তালুকদার, ব্যাংকার মোঃ সহিদ সরোয়ার আলম, মোঃ মিজানুর রহমান, মহিলা দলের নেত্রী শামসুন্নাহার লিলি, নারী কর্মী নিলুফা ইয়াসমিন, মোসাঃ মর্জিনা বেগম, লিমা বেগম প্রমুখ।
এ বৈঠকে তিন শতাধিক নারী কর্মী উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালে ভার্চুয়ালে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন আলতাফ হোসেন চৌধুরী।