পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সহিংসতা এবং ঘৃণামূলক বক্তব্য দিয়ে 'জনসাধারণকে উসকে দিয়েছেন' বলে অভিযোগ করেছেন দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। গতকাল সোমবার তিনি এ অভিযোগ তুলে বলেছেন, তিনি (ইমরান খান) শাহবাজ গিল বিতর্ক এবং সেনাবাহিনী বিরোধী প্রচারের মূল পরিকল্পনাকারী।
মরিয়ম আরো বলেছেন, আজকাল আপনারা দেখেছেন যে- দেশে (পাকিস্তানে) নাটক চলছে। কারণ, একজন মানুষ, যিনি মিথ্যা বলায় পারদর্শী; তিনি মিথ্যা আখ্যান তৈরি করে অপপ্রচার চালাচ্ছেন। ইসলামাবাদে সংবাদ সম্মেলনে মরিয়ম এসব কথা বলেন।
মরিয়ম আরো অভিযোগ করেন, পিটিআই সরকার যখন ক্ষমতাচ্যুত হয়েছিল, তখন তারা বর্তমান জোট সরকারের জন্য একটি 'ল্যান্ডমাইন' রেখে গিয়েছিল। তারপর থেকে আমরা অর্থনীতি ঠিক করার চেষ্টা করছি। বাজারের পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে আমরা সফল হয়েছি।
তিনি আরো বলেন, কিন্তু এই ব্যক্তি (ইমরান খান) এসব দেখে থেমে থাকতে পারছেন না। এই লোকটি যখন দেখল যে- পরিস্থিতি শেষ পর্যন্ত ভালো হয়ে যাচ্ছে; তিনি এত বেশি ঘৃণা ও নৈরাজ্যবাদ ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যে- দেশটির অর্থনীতির ভিত্তি আবার কাঁপতে শুরু করেছিল।
সূত্র: দ্য ডন