ভ্রাম্যমান প্রতিনিধ : প্রসেন্দ্র বৈদ্য ( রনি)
সিলেট রেলওয়ে জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মেহেদী হাসান স্যারের দিক নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় মাদক অভিযান পরিচালনাকালে সহকারী পুলিশ সুপার আখাউড়া রেলওয়ে সার্কেল স্যারের তদারকিতে এবং অফিসার ইনচার্জ, আখাউড়া রেলওয়ে থানা স্যারের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সুব্রত বিশ্বাস সঙ্গীয় ফোর্স সহ গত ২১/০৫/২০২৫ ইং তারিখ ২০:৫৫ ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে থানাধীন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ০২ নং প্লাটফর্মে অবস্থানরত ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের “ট” এবং “ঠ” বগির জোড়ার মধ্য হতে ধৃত আসামী মোছাঃ সাবানা আক্তার (৪০), পিতা – মৃত রঙ্গু মিয়া, স্বামী-১) মোঃ আল আমিন, স্বামী ২) মোঃ ফরিদ মিয়া, মাতা- মোছাঃ হালিমা বেগম ,সাং-তারা পাশা, থানা -কিশোরগঞ্জ সদর, জেলা – কিশোরগঞ্জ এর হেফাজত হতে ০১(এক)টি ছোট ভ্যানিটি ব্যাগের মধ্যে টিস্যু পেপার দ্বারা মোড়ানো ১টি জিপারে রক্ষিত ২০০(দুইশত)পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিধি মোতাবেক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।