আসন্ন কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়াত কলম মার্কা পেলেন এস এম নাজমুল হক প্রিন্স ।
দোয়াত কলম মার্কাটি পেয়ে তিনি মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে বলেন, কলম কুদরতের শ্রেষ্ঠ সৃষ্টিগুলোর একটি । কলম মানব জাতির শ্রেষ্ঠ সম্পদ, যেমনটি জ্ঞান । কেননা জ্ঞানের প্রকাশ ও বিকাশ উভয় কলমের মাধ্যমেই সাধিত হয়। তাই এই সুন্দর মার্কাটি পেয়ে আমি অবশ্যই আনন্দিত ।
তিনি আরো বলেন, আমি আশা করবো জনগণও এই মার্কাটিকে আমার জন্য সাদরে গ্রহণ করবেন । এবং তারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে আমি
• নিয়োগ বাণিজ্য বন্ধ করবো •
সরকারি ভাতা কার্ড বিক্রি রুখে দিব
• ঠিকাদারি কাজের কমিশন বাণিজ্য রুখে দিব
• স্বাস্থ্য সেবায় দুর্নীতি রুখে দিব
• রেজিস্ট্রি অফিসের জনদুর্ভোগ ও কমিশন বাণিজ্য রুখে দিব
• শিক্ষা খাতের দুর্নীতি রুখে দিয়ে শিক্ষা বান্ধব পরিবেশ গড়ে তুলবো
• আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা করবো বলে প্রতিশ্রুতি দান করেন।