উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি, সোহেল রানা।।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে বিশ্বনাথ পাল নামে একজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা।
অভিযান চলাকালে বিশ্বনাথ পালকে বালু বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, “বালু উত্তোলন ও বিক্রির মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”