মোঃ সোহেল রানা, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
"দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতেমা তোকদার, উপজেলা কৃষি অফিসার মোশাররফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।