সোহেল রানা, উলিপুর কুড়িগ্রাম।।
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ শীর্ষক অনুষ্ঠান কুড়িগ্রামের উলিপুরে অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই , শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
আয়োজক ছিল উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয়।
সহযোগিতায় ছিল উপজেলা প্রশাসন, উলিপুর।
পৃষ্ঠপোষকতা করে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান।
তাঁর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ পর্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।
তাঁরা সকলে সমাজ পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান।
আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোগদার,
জুলাই আন্দোলনে শহীদ রায়হানুল ইসলাম রায়হানের পিতা আব্দুর রশিদ,
উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী সাখায়াত হোসেন এবং
উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আবু তানভীর। বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় যুক্ত করতেই এ উদ্যোগ।
এই জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
অংশগ্রহণকারীরা সমাজে দায়িত্ববান নাগরিক হিসেবে অবদান রাখার অঙ্গীকার করেন। অনুষ্ঠান শেষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগিতায়
কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের পরিবেশনায় এক চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।৷ গান ও কবিতার মধ্য দিয়ে ফুটে ওঠে মুক্ত সমাজের স্বপ্ন ও আশা।