1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

উলিপুরে নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নকল সিগারেট তৈরির একটি গোপন কারখানায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল, মোড়ক, কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

সোমবার (২২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উলিপুর থানার (ওসি) তদন্ত নাজমুস সাকিব সজীব।

পুলিশ জানায়, আটককৃতরা হলেন—আবুল খায়ের (৩৫), হারুন মিয়া (২৯), শামসুল হক (৪৫) ও নজিয়ার রহমান (৬০)। তাদের সবার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ পাঠানপাড়া গ্রামে। বাড়ির মালিক মজিদ মনডল পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি করে বাজারজাত করছিল। এ কাজে তারা জাল ব্যান্ডরোল ও আধুনিক ছাপার যন্ত্র ব্যবহার করছিল। অভিযানে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল, মোড়ক, প্রিন্টার রোল, প্যাকেটিং সামগ্রী এবং সিগারেট তৈরির যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে শুল্ক আইন ও বিশেষ ক্ষমতা আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করে মঙ্গলবার (২৩ জুলাই) সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

উলিপুর থানার ওসি তদন্ত অফিসার নাজমুস সাকিব সজীব বলেন, “নকল ও জালিয়াতির মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়ার অপরাধে এদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশের এ বিশেষ অভিযান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট