উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
উলিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা, উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান এবং কুড়িগ্রাম পূজা উদযাপন ফ্রন্ট কমিটির সদস্য সচিব স্বপন কুমার সাহা।
পরিদর্শনে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার আহ্বায়ক নয়ন কুমার রায়, যুগ আহ্বায়ক রতন রায়, যুগ্ন আহ্বায়ক জীবন রায়, দলদলিয়া ইউনিয়নের আহ্বায়ক ডাক্তার সঞ্জিত, পৌর সদস্য সচিব নিলাম্বরসহ পূজা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
২৮ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যা প্রায় ১০টার দিকে, তারা বিভিন্ন মন্দির পরিদর্শন করে সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা এবং প্রস্তুতির অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় সদস্য সচিব স্বপন কুমার সাহা বলেন, “প্রশাসনের সহযোগিতায় নিশ্চিত হয়েছে যে, ভক্তরা নিরাপদে পূজা উদযাপনের জন্য প্রস্তুত। আশা করি উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, “প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং পূজা উদযাপনের প্রস্তুতি পুরোপুরি পর্যবেক্ষণ করা হয়েছে।”
জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, “উলিপুরে পূজার পরিস্থিতি ইতিমধ্যেই পর্যালোচনা করেছি। প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, যাতে উৎসব সময় কোনও ধরনের বিঘ্ন না ঘটে। সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে সক্ষম হবেন।”