
সোহেল রানা, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় চলতি বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৮মে) সকাল ১১ টায় খাদ্য গুদাম চত্বরে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়।
উপজেলা খাদ্য অফিস সূত্র জানায়, ৪৯ টাকা কেজি দরে ১হাজার ৪শ ৮৯ মেঃ টন চাল ও ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৫শ ৬৫ মেঃ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এ কার্যক্রম আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার কৃষক আব্দুর রহমানের ১৫মেঃ টন চাল ক্রয় করা হয়।
ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজবাহুল হক, খাদ্য গুদাম কর্মকর্তা শফিকুল ইসলাম, হামিদুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বিএনপি) উলিপুর উপজেলা শাখা, মতলেবুর রহমান মঞ্জু সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক (বিএনপি) উলিপুর উপজেলা শাখা, মঈন আহমেদ সাবেক উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক, স্বপন কুমার সাহা সাবেক ছাত্র নেতা প্রমুখ।