সোহেল রানা, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়েজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাইদ মোঃ আব্দুল ওয়াহিদ প্রমূখ।
এ সময় আমন্ত্রিত অতিথি ও সভাপতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সষদ প্রদান করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।