মোঃ সোহেল রানা:
কুড়িগ্রামে উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউজের উদ্যোগে স্বেচ্ছাসেবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ এপ্রিল (মঙ্গলবার ) উপজেলা সভা কক্ষ কার্যালয়ে লাইট হাউজ বাস্তবায়িত ফ্রি প্রেস আনলিমিটেক এর আর্থিক সহযোগিতায় এম্পায়ারিং কমিউনিটিস ফর ইনক্লুসিভ ডিজাস্টার রেজিলিয়েন্স এ সিএসও মিডিয়া পার্টনার টু সেফটি অফ ওমেন গার্লস্ প্রকল্পের উদ্যোগে উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জনপ্রতিনিধ ও স্বেচ্ছাসেবকদের নিয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা,
উলিপুর থানা অফিসার ইনচার্জ ওসি জিল্লুর রহমান, কুড়িগ্রাম জেলার প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম,জেনেফার জান্নাত, আর্তিক সহায়ক, (রোকেয়া বেগম রিপন আলী) উপজেলা সমন্বয় কারী আরও অনেকে।
প্রকল্পটি কুড়িগ্রাম জেলার ৫টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। কুড়িগ্রাম সদর, রাজারহাট, চিলমারী, উলিপুর ও চর রাজিবপুর উপজেলায় কিশোর-কিশোরীদের উন্নয়ন, গ্রামীণ ও শহরে দরিদ্র, প্রান্তিক ও উচ্চ ঝুঁকির জনগোষ্ঠী ও গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে কাজ করবে বলে জানিয়েছে।