উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর পৌরসভার অন্তর্গত রামদাস ধনিরাম তেঁতুলতলা থেকে কেক্তির পার হয়ে রামদাস ধনীরাম আদর্শপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক উন্নয়ন কাজ চলছে। তবে স্থানীয়দের অভিযোগ, এ কাজে চলছে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার। পৌর কর্তৃপক্ষের কার্যকর নজরদারির অভাবে ঠিকাদাররা স্বেচ্ছাচারিতার সুযোগ নিচ্ছে বলেও দাবি করেছেন তারা।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সরেজমিনে গিয়ে দেখা যায়—কাজে মানসম্মত ইট, খোয়া ও বালুর পরিবর্তে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার কাজে নিয়মকানুন উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছে। এতে অল্প সময়ের মধ্যেই নতুন নির্মিত রাস্তা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন,
বিদ্যালয়ে ছোট ছোট শিশু হেঁটে আসে। বৃষ্টি হলেই রাস্তা কাদা হয়ে যায়। অথচ রাস্তা মেরামতের নামে কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু কাজের মান নেই। এতে আমাদের ভোগান্তি আরও বাড়বে।
স্থানীয়দের দাবি, সঠিকভাবে কাজের তদারকি না করায় ঠিকাদাররা নিজেদের মতো করে কাজ করছে।
ঠিকাদার পক্ষের মাঠপর্যায়ের ম্যানেজার জানান,
পৌর কর্তৃপক্ষের নজরদারিতেই কাজ চলছে। রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ বিষয়ে বিস্তারিত জানার জন্য পৌর অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে।
এলাকাবাসীর আশঙ্কা, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হলে রাস্তা খুব অল্প সময়ের মধ্যেই আবার নষ্ট হয়ে যাবে। এতে সরকারের অর্থ অপচয় হওয়ার পাশাপাশি সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সুফল পাবে না।
এ বিষয়ে উলিপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম মুঠোফোনে জানান,আমি বর্তমানে রংপুরে ট্রেনিংয়ে আছি। তবে বিষয়টি জানার পর অফিস থেকে লোক পাঠানোর ব্যবস্থা করেছি। তারা গিয়ে কাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
অন্যদিকে উলিপুর পৌরসভার প্রশাসক নয়ন কুমার সাহার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।