1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

উলিপুরে হাজী বিরিয়ানি হাউজের খাবারে চুল, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

 

সোহেল রানা, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাজী বিরিয়ানি হাউজে খাবারে চুল পাওয়ার অভিযোগ উঠেছে। ভোক্তাদের দাবি, গতপরশু দিন শনিবার (২৭ সেপ্টেম্বর ) রাত ১০টার দিকে সেখানে খাবার খেতে গেলে পরিবেশিত খাবারের ভেতর চুল পাওয়া যায়। শুধু ভাত নয়, ডিমের ভেতরেও চুল দেখতে পান তিনি।

ভোক্তভোগী বাইজিদ নামে একজনের সাথে কথা বললে তিনি বলেন, গত শনিবার আমরা ৮ জন বন্ধু মিলে রাত ১০ টার দিকে বিরিয়ানি খেতে হাজী বিরিয়ানি হাউজ উলিপুরে যাই। সেখানে সবাই বিরিয়ানি খেতে ধরলে একটা প্লেটে বিরিয়ানির মাঝে আমরা চুল দেখতে পাই সেটা তাৎক্ষনিক ভাবে হোটেল কতৃপক্ষকে জানালে তারা প্লেটটি চেন্জ করে দেয় এবং আমরা ভিডিও ধারন করে খেতে ধরলে আমাদের ৮ জনের মধ্যে ৫ জনের প্লেটেই আবার চুল পাওয়া যায় এমনকি ডিমের গায়েও চুল পাওয়া যায়। বিস্তারিত হোটেল কতৃপক্ষকে আবার জানাই। এতে তারা বিরক্ত হয়ে বলে চুল থাকবেই, এভাবেই খেতে হবে বলে আমাদের সাথে খারাপ ব্যবহার করেন।

আরেকজন ক্রেতা রহমত আলী বলেন, আমি দুই প্যাকেট বিরিয়ানি অর্ডার করেছি দুই প্যাকেটেই চুল পেয়েছি।

এ ঘটনায় আরও কয়েকজন উপস্থিত ক্রেতারা ঘটনা শুনে তারা খাবার না খেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং খাবারের মান ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ জানান। তারা অভিযোগ করেন, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুত করছে না, যা ভোক্তাদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে।

এ ঘটনায় হোটেল কতৃপক্ষদের সাথে কথা হলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মিসটেক হয়ে গেছে। আমরা অভিযোগ কারীদের সাথে কথা বলবো।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা জানান, খাবারের মধ্যে চুল এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিষয়টি নিয়ে খুব শীঘ্রই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট