
আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন গাছ লাগানো মানে শুধু পরিবেশ সংরক্ষণ নয়, এটি আমাদের আগামী প্রজন্মের জন্য সুস্থ, নিরাপদ এবং সুন্দর জীবন নিশ্চিত করার অঙ্গীকার। আমরা গাছ লাগাই,পরিবেশ বাঁচাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা খুলনা-৪ আসনে ৫০ হাজার বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের অঙ্গীকার নিয়ে এই কাজ শুরু করেছি। তিনি বলেন, একটি বাড়ি, একটি গাছ এটি শুধু একটি কর্মসূচি নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার প্রকাশ। একটি সবুজ বাংলাদেশই পারে আমাদের অর্থনীতি,পরিবেশ এবং সমাজকে টেকসই ভিত্তিতে দাঁড় করাতে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সবুজায়ন শুধুমাত্র প্রকৃতির জন্য নয়, এটি আমাদের সমাজ ও মানুষের জন্যও অপরিহার্য।
তিনি বলেন ধানের শীষ প্রতীক মানে জনগণের অধিকার, গণতন্ত্রের প্রতীক। বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। তারা সবসময় পরিবেশ রক্ষা,কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে লড়ে যায়। আমাদের লক্ষ্য হলো একটি সুন্দর, সবুজ ও সমৃদ্ধ এলাকা গড়ে তোলা যেখানে মানুষ এবং প্রকৃতি একসাথে সমৃদ্ধি লাভ করবে এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের অধিকার ও নিরাপদ পরিবেশ উপভোগ করবে।
তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও বলেন এই কর্মসূচি কেবল ভোটের আগে একটি প্রতিশ্রুতি নয়, এটি আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ, যা স্থানীয় জনগণকে পরিবেশ সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করবে।
তিনি আজ ১০-ই নভেম্বর সকালে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নস্থ তার বাসভবনে গাছ লাগাই পরিবেশ বাঁচাই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনা-৪ আসনে নির্বাচনী এলাকায় বিএনপির উদ্যোগে একটি বাড়ি,একটি গাছ সবুজায়নের অঙ্গীকার নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ও সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং কালে বক্তব্যে একথা বলেন।
প্রেস ব্রিফিংকালে তার সাথে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু,জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশীদ,আনসার আলী বিশ্বাস,নাজমুস সাকিব পিন্টু,এম এ সালাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন,বিএনপি নেতা কাজী জাকির হোসেন,শেখ আবু সাঈদ,ফরিদ আহম্মেদ,সৈয়দ নিয়ামত আলী,মাঈনুল হাসান, সৈয়দ কামরুজ্জামান নান্টু,দুরুল হুদা প্রমূখ।