1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

এনসিপির প্রোগ্রামে বাধা দেওয়ায় কথা কাটাকাটি, জিডি করলেন এসিল্যান্ড

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

 

সালমান রহমান আশুগঞ্জ প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারি দপ্তরে পূর্ব অনুমতি ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠান নিয়ে এসিল্যান্ডের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের কথা কাটাকাটি হয়েছে। নেতারা এসিল্যান্ডকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এসিল্যান্ড কাজী তাহমিনা সারমিন।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। পরে বিকেল ৫টায় অনুমতি ছাড়াই ভূমি কার্যালয়ের চত্বরে অনুষ্ঠান করেন এনিসিপির নেতারা।

আশুগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ বাজারে উপজেলা ভূমি কার্যালয় অবস্থিত। এই কার্যালয়ের পেছনে একটি ম্যুরাল ছিল। সেটি জুলাই আন্দোলনের সময় ভাঙচুর করে ছাত্র-জনতা। ওই স্থানটি টিনের বেড়া দিয়ে ঢেকে রাখা হয়েছিল। সেখানে ‘জুলাই স্মৃতিচারণ এবং শহীদদের স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া’ অনুষ্ঠান করতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এনিসিপির নেতাকর্মীরা যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এসিল্যান্ডের অনুমতি না নিয়ে ভূমি কার্যালয় চত্বরে প্রবেশ করেন এনসিপির নেতারা। তারা এক পর্যায়ে ঢেকে রাখা ম্যুরালের চারপাশ থেকে টিনের বেড়া সরিয়ে ফেলেন। এসিল্যান্ড কাজী তাহমিনা সারমিন ঘটনাস্থলে পৌঁছে বাধা দেন। এনিয়ে এসিল্যান্ডের সঙ্গে এনসিপির নেতাদের কথা কাটাকাটি হয়।

আশুগঞ্জ উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম এক পর্যায়ে এসিল্যান্ডের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং হুমকি দেন। এ ঘটনায় আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন এসিল্যান্ড।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন বলেন, “অনুষ্ঠান করতে সকালে ভূমি অফিসের সীমানা দেওয়া জায়গা ভেঙে দিয়েছে এনিসিপির নেতারা। সরকারি জায়গায় অনুমতি ছাড়া অনুষ্ঠানে বাধা দিলে এনসিপির নেতা আমিনুল ইসলাম ডালিম উল্টো আমাকে হুমকি দিয়েছেন। আমার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন।

তিনি আরো বলেন, “অনুষ্ঠানের বিষয়ে তারা কাউকে অবগত করেনি। ইউএনও স্যারও তাদের অনুষ্ঠানের বিষয়ে অবগত নয়। তারা অনুষ্ঠান করবেই বলে জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসেছিল। হুমকি দেওয়ায় এবং বাধা না মানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি।

এনসিপির আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম বলেন, “বিকেল পাঁচটায় আশুগঞ্জের কাচারি পুকুর পাড়ে জুলাই আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে মিলাদ মাহফিল করেছি। উপজেলা ভূমি কার্যালয়ের পেছেন শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল ছিল। ম্যুরালটি টিনের বেড়া দিয়ে তারা ঢেকে রেখেছিল। মিলাদ মাহফিলের জন্য মঙ্গলবার সকালে এনসিপির সদস্যরা সেখানে পরিষ্কার করতে যান। পরিষ্কার করার সময় তারা টিনের একটি বেড়া খুলে ফেলেন। এজন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফোন করে আমাদের পুলিশ দিয়ে গ্রেপ্তারের হুমকি দেন।

তিনি আরো বলেন, “আমি বলেছিলাম, আমাদের বাধা দিয়েন না। আমরা অনুষ্ঠানটি করে ফেলি। তবে সেখানে অনুষ্ঠান করা যাবে না বলে জানান তিনি (এসিল্যান্ড)।” হুমকির বিষয়টি
বানোয়াট বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া বলেন, “সরকারি অফিসের টিনের বেড়া সরিয়ে এনসিপির ব্যানারে জুলাই মঞ্চের নামে সমাবেশ করেছে। সরকারি অফিস, অফিসের নিরাপত্তার কারণে এখানে অনুষ্ঠান করতে দিতে পারি না। তারা কােনো অনুমতিও নেয়নি। বাধা দেওয়ায় এসিল্যান্ডের সঙ্গে দুর্ব্যবহার করেছেন নেতারা। এনসিপির জেলার যুগ্ম সমন্বয়ক আকিব জাবেদ উল্টো অনুষ্ঠানের অনুমতি দিতে বলেছেন। অনুমতি না দিলে আমরা নিজেরাই করে ফেলবে বলে জানিয়েছেন। থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

আশুগঞ্জ থানার ওসি খায়রুল আলম বলেন, “থানায় জিডি হয়েছে। তদন্ত চলছে। এ বিষয়ে তদন্তে শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট