বিনোদন: বাংলাদেশের বিনোদন অঙ্গনে আবারও নতুন এক জুটি নিয়ে আসছেন নির্মাতা ও অভিনেতা এম এইচ মুন্না। এবার তার বিপরীতে দেখা যাবে একদম নতুন মুখ শ্রাবন্তীকে। দু’জনকে দেখা যাবে আসন্ন একটি মিউজিক ভিডিও ও নাটকের কেন্দ্রীয় চরিত্রে।
দীর্ঘদিন নিজের ব্যস্ত কর্মজীবন ও সাংবাদিকতার পাশাপাশি অভিনয়ে সক্রিয় থেকেছেন এম এইচ মুন্না। এবার তিনি ফিরছেন একেবারে নতুন গল্পে, নতুন সহ-অভিনেত্রী নিয়ে। শ্রাবন্তী এই কাজের মধ্য দিয়েই প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন, আর শুরুতেই সুযোগ পাচ্ছেন মুন্নার বিপরীতে, যা নিঃসন্দেহে তার জন্য বড় এক সূচনা।
গল্পটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা সায়েম আহমেদ। তিনি বলেন, “এটা একটা ভালোবাসা ও সম্পর্কভিত্তিক গল্প, যেখানে অনুভূতির জটিলতা, ভুল বোঝাবুঝি আর মানুষের টিকে থাকার ইচ্ছাশক্তি একসাথে ফুটে উঠবে। শ্রাবন্তী নতুন, কিন্তু সে পরিশ্রমী ও শেখার আগ্রহী। মুন্না ভাই তার অভিজ্ঞতা দিয়ে পুরো টিমকে একত্রে ধরে রেখেছেন।”
শুটিং চলছে ঢাকার আশেপাশের কয়েকটি মনোরম লোকেশনে। ক্যামেরার সামনে দুজনের দৃশ্যধারণ শেষ হলেই পুরো কাজ পোস্ট- প্রোডাকশনে যাবে বলে জানিয়েছেন প্রযোজক।
অভিনেতা ও সাংবাদিক এম এইচ মুন্না বলেন, আমি সবসময় এমন গল্পে কাজ করতে চাই, যা মানুষকে ভাবায়। নতুনদের সঙ্গে কাজ করতে আমার ভালো লাগে। শ্রাবন্তী নতুন হলেও তার মধ্যে একটা আগ্রহ আছে, একটা শৃঙ্খলা আছে যা তাকে অনেক দূর নিয়ে যাবে।”
তিনি আরও বলেন, এই গল্পটা একেবারে সম্পর্কের ভেতরের অনুভূতির গল্প। এখানে প্রেম আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে টিকে থাকার মানে।”
অভিনেত্রী শ্রাবন্তী নিজের প্রথম কাজ নিয়ে বলেন, আমি ভীষণ উৎসাহী। প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানো। সত্যি অন্যরকম অভিজ্ঞতা। এম এইচ মুন্না আমাকে সবসময় সহায়তা করছেন। কাজটা শেষ হলে দর্শক আমার প্রথম পরিশ্রমটা দেখতে পাবে।”
তিনি আরও বলেন, শুরুটা আমি মুন্না ভাইয়ের সঙ্গে করছি, আর ভবিষ্যতেও তার সঙ্গে নিয়মিত কাজ করব। আমি চাই একেকটা গল্পে নিজেকে নতুনভাবে তৈরি করতে।”
পুরো প্রজেক্টটি নির্মাণ করছে MH Munna Production যারা নিয়মিতভাবে গল্পনির্ভর নাটক ও মিউজিক ভিডিও নির্মাণ করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রাবন্তী আমাদের ইউনিটে নতুন হলেও তার মধ্যে আগ্রহ ও একাগ্রতা রয়েছে। আমরা তাকে নিয়মিতভাবে এম এইচ মুন্নার বিপরীতে বিভিন্ন গল্পে দেখব।”
এম এইচ মুন্না আরও বলেন, ভাইরাল হওয়ার জন্য নয়, ভালো কাজ করার জন্য আমরা কাজ করি। আমরা চাই আমাদের গল্প মানুষ মনে রাখুক।
আর শ্রাবন্তী হাসিমুখে বলেন, এটাই আমার শুরু। আমি শিখছি, এগোচ্ছি। এম এইচ মুন্নার সঙ্গেই নিয়মিত কাজ করে যেতে চাই।