
সাইদ গাজী , সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীর উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ফরিদপুরের সালথায় মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সালথা উপজেলা শাখার আয়োজনে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের বাইপাসের সড়ক থেকে শুরু হয়ে মশাল মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাজারে এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শরীফ ওসমান হাদীর সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সালথা উপজেলা আহ্বায়ক সজিব আল হোসাইন, যুগ্ন-সমন্বয়কারী রোমান শেখ, সদস্য সচিব সজিব মিয়া, এনসিপি নেতা মো. তনু, বাসার খন্দকার প্রমুখ।