মোঃ রবিউল ইসলাম
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী সুনামধন্য একটি পতিষ্ঠান আাবাদ তাকিয়া মোহাম্মদীয়া কামিল মাদ্রাসা থেকে বার্ষিক শিক্ষা সফর আয়োজন করেছে (২৭রোজ বৃহস্পতিবার)
শিক্ষা সফরের স্থান হচ্ছে প্রাচীন নিদর্শনীয় বগুড়া মহাস্থানগড়,এই শিক্ষা সফর আয়োজনটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন উক্ত প্রতিষ্ঠানের ৪ জন শিক্ষক মন্ডলী অধ্যাপক মো. মিজানুর রহমান, মো.শয়েব আলী,মো.ইসমাইল মো.নাসিরুল,ছাত্রদের মধ্যে পরিচালনা করেন মো. রবিউল ইসলাম কামিল ২য় বর্ষ মো.আল আমিন কামিল ২য় বর্ষ মো. শাহ্ নেওয়াজ ফাজিল২য় বর্ষ মো.আ: রহমান ও মো.আসিফ,
শিক্ষকদের মধ্যে যিনি প্রধান ছিলেন তিনি জানান আলআমিন, রবিউল দেলোয়ার শাহ্নেওয়াজ আঃ রহমান এরা সবসময় আমাদের পাশে/সহযোগিতা না থাকলে শিক্ষা সফর টি সামলানো যেতনা এরা এক একটি সেনাবাহিনীর কাজ করেছে।
শিক্ষা সফর আয়োজনটি ছিল অনেক মনোমুগ্ধকরব আনন্দের উৎসব।
শিক্ষা সফরে আয়োজন কিছু ছিল শিক্ষনীয় বিষয় যেমন কুইজ কুইজ প্রতিযোগিতা,উপস্থাপনা,কবিতা আবৃত্তি, হাম নাথে রাসুল,কৌতুক এগুলো
কোমলমতি ছাত্র ছাত্রী অনুভূতি প্রকাশ করেন আমরা বইয়ের পাতায় পাতায় পড়েছি কিন্তু সরাসরি দেখিনি কোনোদিন।
আজকে আমরা বাস্তব রূপ ধারণ করে অনেক কিছু শিক্ষা নিয়েছি।আসলেই চোখে দেখা আর বইয়ের পাতায় পড়া শিক্ষার বিষয়।আমরা চাই প্রতিবছরে এই শিক্ষা সফর টি ভালো থাকুক আমাদের প্রতিভাগুলো প্রকাশ পাক আমরাএই শিক্ষা-সাফার যদি না আসতাম তাহলে এই কবিতা আবৃতি কোরআন তেলাওয়াত কৌতুক ও ইসলামী গজল মাইকে বলতে পারতাম না মুখের জড়তা থেকেই যেতো এজন্য শিক্ষা সফরটি প্রতিটি প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ।
এই জন্য মহান আল্লাহ কুরআনে বলেছেন তোমরা পৃথিবীটাতে ঘুরে ঘুরে দেখ আমি আল্লাহ তোমাদেরকে কি কি নিয়ামত দিয়েছি।
বগুড়ামহাস্থানগড়ে দর্শন করার মত বিভিন্ন স্থান আছে
বিভিন্ন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাএদের মধ্যে রয়েছে বৈরাগীর ভিটা, দুটি মন্দিরের অবশিষ্টাংশ খোদারাপাথারভিটা কালীদহ ভিটা সাগর পদ্মাদেবীর বাসভবন ,শীলাদেবীর ঘাট জিউৎকুন্ড কুপ,মানকালীর দ্বীপে ১৫ গম্বুজ বিশিষ্ট মসজিদের অবশিষ্টাংশ,গোবিন্দ ভিটা,সেতারাম পন্ডিতের ধাপ,এবং গোকুল মেধ,যা বেহুলাবাসর ঘরএই প্রাচীনতম দর্শনীয় স্থানে হাজার হাজার দর্শনার্থীরা দেখতে আসেন।