নিজস্ব প্রতিবেদক :
সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও সংবাদপত্রের কণ্ঠরোধের চেষ্টা চলে আসছে সব সরকারের আমলে। নির্ভীক সাংবাদিকরা হামলা-মামলার শিকার হয়েছেন, কেউ অঙ্গহানির শিকার হয়েছেন, আবার অনেকেই প্রাণ হারিয়েছেন। তবুও সাংবাদিকদের দৃঢ় লেখনি ও প্রতিবাদের মুখে শাসকগোষ্ঠী বারবার পরাজিত হয়েছে।
পাহাড় সমতলের কারা-নির্যাতিত সাংবাদিক নেতা ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব মন্তব্য করেন। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) সকালে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সোলাইমান আকাশ। এসময় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এস. এম. আক্কাছ উদ্দীন, এনামুল হক, সালাহউদ্দীন জিকু,কামরুল হাসান সবুজ, ওবায়দুল আকবর রুবেল, ইউসুফ আরফাত প্রমুখ।
বক্তারা বলেন, "সাংবাদিক প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রহস্যময়। রাজনৈতিক নেতা ও কিছু তথাকথিত সাংবাদিক নেতাদের ভূমিকাই এসব মিথ্যা মামলার মূল কারণ। শুধু কারাবন্দী করাই নয়, জেলখানায় থাকার সময়ের ঘটনাতেও তাকে আসামি করা হয়েছে। একজন সাংবাদিক নেতাকে কতটা ভয় পেলে এমন জঘন্য কাজ করা যায়, তা জাতি জানতে চায়।" বক্তারা অবিলম্বে প্রদীপ চৌধুরীর সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
কারামুক্ত সাংবাদিক প্রদীপ চৌধুরী বলেন, ১৯৯৮-৯৯ সালে ফটিকছড়িতে সৎ সাংবাদিকতার বলি হয়েছিলাম। পরে পার্বত্য খাগড়াছড়িতে সাংবাদিকতার পথ প্রসার করি। ২০২৪ সালেও সৎ সাংবাদিকতার কারণে আবারো বলি হতে হয়েছে। দীর্ঘ নয় মাস কারাবাস আমাকে অনেক শিক্ষা দিয়েছে। কিন্তু আমাকে মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও সৎ সাংবাদিকতার নীতি-নৈতিকতা থেকে বিচ্যুত করতে পারেনি। আমার জন্য সারাদেশের সাংবাদিক সমাজ যে হৃদ্যতা দেখিয়েছে, সেটাই আজীবন আমার শক্তি হয়ে থাকবে।