1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কালকিনিতে আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশের নামে প্রতারণা, দলীয় এমপির বিরুদ্ধে স্লোগান, জনমনে সমালোচনার ঝড়! 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

 

 

মাসুদ হোসেন খান:

 

মাদারীপুরের কালকিনিতে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা উপেক্ষা করে নিজ দলীয় এমপির বিরুদ্ধে স্লোগান ও সমালোচনা করলেন দলের নেতারা।

 

শনিবার(১১ নভেম্বর) বিকেলে কালকিনি অডিটোরিয়াম মাঠে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে গত কয়েকদিন যাবৎ পুরো উপজেলা জুড়ে মাইকিং ও সভা করে জনগনকে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচার ও শান্তি সমাবেশে যোগদানের দাওয়াত দেয়া হয়। তবে সে সমাবেশে আওয়ামীলীগের উন্নয়নের কোন কথা না বলে সরকার দলীয় স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপের বিরুদ্ধে স্লোগান দেন ও সমালোচনা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি তাহমিনা বেগম সহ সমাবেশে অংশগ্রহনকারী নেতারা। এদিকে সাধারণ জনগনের সাথে শান্তি সমাবেশের নামে প্রতারণা করেছে বলে গুঞ্জন উঠেছে মাদারীপুর -৩ আসন জুড়ে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা বেগম ও সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান সহ নেতাদের এমন স্লোগান দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের অন্যান্য নেতাকর্মীরা।

 

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে উপজেলা আওয়ামীগীলের যুগ্ম সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেন বলেন, যারা

 

বিগত দিনে নৌকার বিরুদ্ধে কাজ করেছেন তাদের সাথে নিয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক দলীয় শৃংখলা ভঙ্গ করে ও প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে এমন কাজ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আসলে তারা বর্তমান সরকারের উন্নয়ন প্রচারে নয়, বরং দলের ভোট নষ্ট করতে এরকম সমাবেশ করেছেন।

 

কালকিনি পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য এসএম হানিফ বলেন, বিগত পাঁচ বছরে মাদারীপুর-৩ আসনে যা উন্নয়ন হয়েছে, তা আর কখনোই হয়নি। উন্নয়নের ধারা এখনো চলমান। আমরা মাদারীপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপির নির্দেশনায় এসব উন্নয়ন লিফলেট আকারে জনগনের সামনে তুলে ধরছি। যাতে আগামীতে নৌকার ভোট বৃদ্ধি পায়। আর কিছু স্বার্থান্বেষী মহল এর বিরোধিতা করে নৌকার ভোট নষ্ট করছে। আমরা এসব মিথ্যাচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি আগামীতে আবারো আমাদের মাদারীপুর-৩ আসনে ড. আবদুস সোবহান গোলাপ এমপি মহোদয়কে নৌকার প্রার্থী হিসেবে পেতে চাই। কারণ তিনি এ এলাকায় মনোনয়ন পেলে উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত থাকবে।

 

এছাড়াও সমাবেশে বর্তমান এমপি বিরোধী স্লোগানের তীব্র নিন্দা জানান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বাবু ভবতোষ দত্ত,সহ সভাপতি সিরাজুল হক মৃধা, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার,যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, সাধারন সম্পাদক নিজাম সরদার সহ দলের অনেক নেতাকর্মীরা।

 

উপজেলা আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে বিগত পৌরসভা ও ইউপি নির্বাচনে নৌকার বিপক্ষে নির্বাচন করা একাধিক প্রার্থীসহ কালকিনি উপজেলা কৃষকলীগ নেতা মানিক হত্যার অন্যতম আসামি মিলন সহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশনা উপেক্ষা করে দলীয় নেতার সমালোচনা এবং শান্তি সমাবেশের নামে প্রতারণা করায় উপজেলা জুড়ে সমালোচনার ঝড় বইছে।

 

বার্তা প্রেরক :

মাসুদ হোসেন খান

মাদারীপুর থেকে

০১৭৯৫৭২৮৩৭২

ছবি সংযুক্ত

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট