1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০৫ মে ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কালকিনিতে নৌকায় ভোট দেয়ায় পায়ের রগ কর্তন,এগিয়ে এলে মা ও বোনকে লাঞ্ছিত কুপিয়ে জখম 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

মাসুদ হোসেন খান :

 

সদ্য অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ায় মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের আঃ জব্বার আলী সরদারের ছেলে মোঃ মিরাজ সরদার(৩৫) নামের এক ব্যক্তির দুই পায়ের রগ কর্তন প্রতিবাদ করায় মা ও বোনকে লাঞ্ছিত এবং কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নব নির্বাচিত সতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থকদের বিরুদ্ধে।

 

রবিবার(২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

হামলায় গুরুতর আহত মিরাজ সরদারকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

আহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়,মোঃ মিরাজ সরদার বাড়ীর পাশের ধানের জমি থেকে বাড়ী ফেরার পথে স্থানীয় শাজাহান সরদার সহ বেশ কয়েকজন এসে এলোপাতাড়ি কুপিয়ে তার দু’পায়ের রগ কেটে ফেলে রেখে যায়।এসময় তাকে বাঁচাতে গেলে তার বোনকেও কুপিয়ে আহত করে হামলাকারীরা।পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।পরবর্তীতে মিরাজের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।

 

এ বিষয়ে লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান মৌসুমী হক বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আহত মিরাজ সরদারের পরিবার আমার সঙ্গে নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান মিয়া গোলাপের পক্ষে নির্বাচন করেন। ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে মাদারীপুর-৩ আসনে সতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বিজয়ী হন।এরপর থেকে এখন পর্যন্ত মাদারীপুর -৩ আসন সহ লক্ষ্মীপুর ইউনিয়নের প্রায় শতাধিক মানুষকে মারধর সহ নির্যাতন, চাঁদা দাবি, ফসল লুটপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে বিজয়ী প্রার্থীর সমর্থকরা। থানা পুলিশের কাছে আমরা অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় সতন্ত্র এমপির সমর্থকরা প্রতিনিয়ত এভাবে হামলা চালিয়ে যাচ্ছে।আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

 

কালকিনি থানা অফিসার ইনচার্জ ওসি(তদন্ত) মারগুব তৌহিদ বলেন,ঘটনা শুনেছি তবে এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট