1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কালিহাতির কৃতি সন্তান মানবতার প্রতিক ডা. মো: শাহ আলম তালুকদার

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৪০৪ বার পড়া হয়েছে

আনিসুর রহমান শেলীঃ

মহান আল্লাহর অপার অনুগ্রহে নিজ যোগ্যতা, কর্মদক্ষতায় একজন মানবিক মানুষ হিসেবে স্বীয় পেশাকে মহিমান্বিত করেছেন তিনি টাংগাইলের গর্ব কালিহাতির পারখী ইউনিয়নের আমজানির কৃতি সন্তান ডা. মো: শাহ আলম তালুকদার। ইতিমধ্যেই তিনি শিশু রোগ বিশেষজ্ঞ ও সার্জন হিসেবে দেশ এবং বিদেশে বিশেষ পরিচিতি লাভ করেছেন। নিবেদিত প্রাণ একজন মানবিক ডাক্তার হিসেবে কর্মগুনে ডা.শাহ আলম তালুকদার নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন।জানাযায় – ডাক্তারী পাশ করার পর থেকে অদ্যাবধি তিনি তার নিজ এলাকায় প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার বিনামূল্যে চিকিৎসা প্রদান করে আসছেন। শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসা প্রদানের পাশাপাশি সাধারণ চিকিৎসা সেবাও সম্পুর্ণ বিনামূল্যে এলাকার জনসাধারনে স্বাস্থ্য সেবা নিশ্চিত করে যাচ্ছেন। রোগব্যাধি সম্পর্কে সম্যক ধারণা দেয়া এবং সুচিকিৎসার সঠিক দিক নির্দেশনা ও সাধ্যানুযায়ী সাহায্য করাই তার মুল ব্রত। এলাকার ব্যাধি গ্রস্ত রোগাক্রান্ত সকল রোগীদের আস্থার একমাত্র ভরসার জায়গা ডা: শাহ আলম তালুকদার। ডা: শাহ আলম তালুকদার ১৯৫৯ সালে কালিহাতীর নিভৃত পল্লী আমজানি গ্রামে এক সম্ভ্যান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ৪ বোন ১ ভাইয়ের তিনি মধ্যে সব’কনিষ্ঠ । মাতৃগর্ভে’ থাকা অবস্থায় তার পিতা মারা যায়। মায়ের অক্লান্ত পরিশ্রমে তিনি প্রতিষ্ঠা লাভ করেন। তার অগ্রগতির পিছনে ভগ্নিপতিদের যথেষ্ট ভুমিকা আছে বলে তিনি স্বীকার করেন । তার শিক্ষার হাতে খড়ি শুরু হয় আমজানী প্রাথমিক বিদ্যালয় থেকে । ডা: শাহ আলম ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ১৯৮৪ সালে এম বি বি এস এবং ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধীনে শিশু সাস্থ্য ইন্সটিটিউট শেরেবাংলা নগর, ঢাকা থেকে এম এস ( পেডিয়াট্রিক সাজা’রী) ডিগ্রি অর্জন করেন। তিনি তার সু দীর্ঘ ৩৯ বছরের ডাক্তারি জীবনে প্রায় ২৯ বছর নিজেকে শিশু সাজা’রী বিভাগে নিয়োজিত রেখেছেন। সকল ধরনের জন্ম গত ত্রুটির সফলভাবে চিকিৎসা দিয়ে আসছেন। এ ব্যাপারে তার প্রতিপাদ্য হচ্ছে ” জন্ম গত ত্রুটি আর অভিশাপ নয়। সঠিক সময়ে যথাযথ ভাবে চিকিৎসা করতে পারলে শিশু দের জন্মগত ক্রুটি সম্পুর্ন রুপে ভালো হয়”। তিনি দেশে বিদেশে শিশু সার্জারীর উপর ডিগ্রি ও প্রশিক্ষণ প্রাপ্ত। চিকিৎসার সেবা প্রদানের পাশাপাশি নীরবে নিভৃতে ডা. শাহ আলম তালুকদার এলাকায় জনকল্যান মূলক কাজ করে যাচ্ছেন। যা নি: সন্দেহে প্রশংসার দাবি রাখে। নিজ এলাকার পাশাপাশি উপজেলার দুরবর্তী এলাকায় বহু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার এ ধরনের জনকল্যাণমুখী কর্মকাণ্ডে কখনো জাতি, ধর্ম বা কোন রাজনৈতিক মতাদর্শ স্থান পায়না। তবে তিনি এবং তার পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম লগ্ন থেকে জড়িত। দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে সব সময় দলের কাজ করে যান নিরবে নিভৃতে । প্রচারবিমুখ ডাঃ শাহআলম তালুকদার কখনো নিজেকে বড় মনে করেন না । আলোকিত কালিহাতী গড়ার লক্ষ্যে কালিহাতী সর্বস্তরের জনসাধারণের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট