মোঃ আনিসুর রহমান শেলী :
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার হরিপুর উত্তর চামুরিয়ার চরপাড়া এলাকায় ঝিনাই নদী থেকে সুমন চন্দ্র দাস (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। নিহত সুমন চন্দ্র দাস ওই এলাকার কালী প্রদ দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে সুমন চন্দ্র দাস বাড়ির পাশে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে আর বাড়ি ফিরেনি। এ সময় তিনি নদীর পাড়ে জামা কাপড় দেখতে পাওয়া যায়। পরে আজ ১৫ আগষ্ট শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দেয়।
কালিহাতী ফায়ার স্টেশনের অফিসার মোহাম্মদ রাসেল মিয়া জানান, সকাল ৮ টা হতে ৩০ মিনিটের চামুরিয়া নামক স্থানে ঝিনাই নদীতে খোজাখুজির পর টাংগাইল ফায়ার স্টেশনের ডুবরি টিমের সহযোগিতায় সুমন চন্দ্র দাসের লাশ পাওয়া যায়। পরে লাশা কালিহাতী থানায় হস্তান্তর করা হয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মো.জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পানিতে পড়ে ডুবে মারা গেছেন কারণ হিসেবে তার বাবা ও ভাই এবং এলাকাবাসী বলছে মৃগী রোগী ছিলেন । তবে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।