মোঃ আনিসুর রহমান শেলী
:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা চত্বর পুকুরে সাঁতার শিখতে গিয়ে প্রাণ হারালেন ইউনুসুর রহমান হৃদয় (১৮) নামে এক কলেজ ছাত্র। তিনি এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বীরবাসিন্দা ইউনিয়নের পাছ-জোয়াইয় গ্রামের আব্দুল রহমানের ছেলে হৃদয় তার মাকে সাথে নিয়ে উপজেলার পুকুরে সাঁতার শিখতে নামেন। কিছু সয়ম টিউব দিয়ে সাতার কাটার পর একপর্যায়ে টিউববিহীন সাতার কাটতে গেলে গভীর পানিতে তলিয়ে যায়। পরে মায়ের চিৎকারে স্থানীয় আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার চাচাতো ভাই খলিল মিয়া জানান, হৃদয় ও তার পরিবার কালিহাতী উপজেলা সদরের সাটুরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বাবা-মায়ের স্বপ্ন ছিল হৃদয় পড়াশোনা শেষ করে সরকারি চাকরি করবে। সেই স্বপ্ন পূরণের আগেই এ দুর্ঘটনায় হৃদয় প্রাণ হারালেন।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার্স ইনচার্জ মো.মাহবুবুর রহমান জানান, আমরা খবর ঘটনাস্থলে গেলে জানতে পারি হৃদয় তার মাকে নিয়ে উপজেলা চত্বরে সাঁতা শিখতে গিয়ে একপর্যায়ে পুকুরের গভীরে গেলে মারা যায়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় পরিবারসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।