1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কালিহাতীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের পর অন্তঃসত্ত্বা, বিএনপি নেতা বহিষ্কার

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

 

 

মোঃ আনিসুর রহমান শেলী , বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষণের শিকার হয়েছেন বাক্‌প্রতিবন্ধী হিন্দু কিশোরী (১৮) অন্তঃসত্ত্বা হয়েছে এমন অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত ব্যক্তি উপজেলার নারান্দিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে ইসমাইল হোসেন (৫৫)। তিনি ওই এলাকার ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনার পর জেলা বিএনপি তাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিবন্ধী কিশোরী এবং অভিযুক্ত ইসমাইল হোসেনের বাড়ি পাশাপাশি। গত মার্চ মাসে ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে ইসমাইল। ভয়ে বিষয়টি কাউকে জানায়নি মেয়েটি। পরবর্তীতে শারীরিক পরিবর্তন দেখে পরিবার বিষয়টি জানতে পারে। পরে লিখে ও ইশারায় মেয়েটি ঘটনার বিস্তারিত জানায়।

ভুক্তভোগীর বাবা-মা জানান, আমাদের বোবা মেয়েটি এসএসসি পাস করেছে। লেখাপড়া করে বড় হওয়ার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন নষ্ট করে দিয়েছে নরপিশাচ ইসমাইল। আমাদের মান-সম্মান শেষ করে দিয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

কালিহাতী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নীরু ব্যানার্জি ও সদস্য সচিব মানিক ভট্টাচার্য বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে।

স্থানীয় বাসিন্দা ও সহপাঠীদের মধ্যেও তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ধর্ষণ মামলা করেছেন। শনিবার মেয়েটির মেডিকেল পরীক্ষা ও আদালতে জবানবন্দির ব্যবস্থা করা হবে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে শুক্রবার টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক চিঠিতে অভিযুক্ত ইসমাইল হোসেনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট