মোঃ আনিসুর রহমান শেলী প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজ গেটের সামনে জীপ গাড়ির ধাক্কায় জোহরা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৬৫ বছর।
মৃত নারী কালিহাতী আউলিয়াবাদ তকেয়া গ্রামের সোলায়মানের স্ত্রী।
বুধবার টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে কালিহাতী কলেজ গেটের সামনে সাড়ে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিকাল ৪ টার দিকে মামলার পর লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিহাতী থানার (এসআই) মিজানুর রহমান বলেন,
জীপ গাড়িটি চালাচ্ছিলেন রনি নামের এক ব্যক্তি। তাঁকে আটক করা হয়েছে। তাঁর জীপ গাড়িটিও জব্দ করা হয়েছে।
জীপ গাড়ি টাঙ্গাইল থেকে ঘাটাইল যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ ওই মহিলা রাস্তা পার হতে গিয়ে গাড়ির সামনে এসে পড়েন। এসময় মহিলার গায়ে ধাক্কা লাগলে তিনি ছিটকে পড়েন। পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনি আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।