মোঃ আনিসুর রহমান শেলী বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত বাসের চাপায় অনিক (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আবীর (১৫) নামের অপর এক আরোহী আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২ টারদিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অনিক টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর গ্রামের মোঃ নিশান আলীর ছেলে।
এলেঙ্গা হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার অনিক মোটরসাইকেলে করে বাড়ী থেকে বোনের বাড়ী কালিহাতী আসচ্ছিলেন।
বৃহস্পতিবার বোনের বাড়ি থেকে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় দুপুর ১২ টারদিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতীর চাটিপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে এলেঙ্গা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে থানার
এসআই মাহাবুব বলেন, কালিহাতীর চাটিপাড়া এলাকায় বাসচাপায় ওই যুবক মারা যান।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।