1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কালিহাতীতে বিএনপির মনোনয়ন বঞ্চিত বেনজির আহমেদ টিটোর বর্ধিত সভায় নেতা-কর্মীদের ঢল

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

মোঃ আনিসুর রহমান শেলী
কালিহাতীর রাজনীতি আরেকটি নতুন পরিবেশের তৈরি হয়েছে, আমি রাজনীতিতে অনেক ধাক্কা খেয়ে খেয়ে বড় হয়েছি, আপনারা হতাশ হবেন না। কালিহাতীর নির্বাচনের মাঠে শেখ হাসিনার আমল থেকেই তৈরি করে রেখেছি নতুন করে তৈরি করার কিছু নাই।
নতুন করে তৈরি করতে গিয়ে বিএনপিকে বিভক্ত করবেন না কেউ।
আমি আপনাদের বলতে এসেছি হতাশ হবেন না আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন। বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে আগামী দিনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে সেই সিদ্ধান্তে প্রতি অনুগত থাকবো।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছে লুৎফর রহমান মতিন। এর পর থেকেই উপজেলা ও ইউনিয়ন কমিটি নিরব ভূমিকা পালন করে। মনোনয়ন বঞ্চিত ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর আহ্বানে আয়োজিত বর্ধিত সভায় নেতা-কর্মীদের ঢল নামে।

শনিবার (১১ নভেম্বর) বিকেল ৫ টায় উপজেলার পারখী ইউনিয়নের বর্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট