
মোঃ আনিসুর রহমান শেলী
টাঙ্গাইলের কালিহাতীতে মাইক্রোবাসের ধাক্কায় একটি চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে সিএনজির যাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত যাত্রীর নাম-ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর মহাসড়কের কালিহাতীর নগরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আমজাদ হোসেন এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালিহাতী থানার এসআই আমিনুল ইসলাম খান বলেন, টাঙ্গাইল-ভূঞাপুর মহাসড়কের কালিহাতীর নগরবাড়ি এলাকায় মাইক্রোবাস চলন্ত সিএনজিকে ধাক্কা দিলে সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনে পুড়িয়ে সিএনজির যাত্রীর মৃত্যু হয়েছে।