1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কালিহাতীর চারান বাজারের গোডাউনে চায়না জাল জব্দ

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

মোঃ আনিসুর রহমান শেলী :
কালিহাতীতে চলতি অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান বাজারের গোডাউনে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা । এ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন এলাকায় কারেন্ট জাল ও চায়না জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে দেশীয় মাছের পোনা এবং ক্ষুদ্র জলজ প্রানী শিকার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন -১৯৫০ বাস্তবায়নে উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় হাজার মিটার চায়না জাল ১ হাজার ৫০০ মিটার ও ১ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়াও চারান বাজারের জাল ব্যবসায়ী কামার্থী গ্রামের আরফান আলীর ছেলে মজনু মিয়া (৫৫) দোকান থেকে পালিয়ে যাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট